নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
ফ্যাসিস্ট হাসিনার নামে নেত্রকোনা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) বিশ্ববিদ্যালয় নামে নামকরণের দাবিতে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা জেলাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তৎকালীন সরকার নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ নামে দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাক স্বাধীনতা হরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে গুম খুন অপহরণসহ আয়না ঘর সৃষ্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালায়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী শাসকের নামে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে নেত্রকোনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর নামে নামকরণের দাবী জানান। পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
যাযাদি/ এসএম