কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইলের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাল, ডাল, আলু, পিঁয়াজ, সবজি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নড়াইল আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে র্যালি সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্যাব’এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে নড়াইল জেলা শাখা ক্যাব’র সভাপতি ম.ম. শফিউর রহমান শফিউল্লাহর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সম্পাদক কাজী হাফিজুর রহমান। মানববন্ধনে নেতৃবৃন্দ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তীব্র প্রতিবাদ জানান এবং ভোক্তাদের স্বার্থে ৮ দফা দাবি তুলে ধরেন।
যাযাদি/ এসএম