বরগুনার তালতলীতে প্রেম করে বিয়ের ৬ মাস পরে স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নিশান বাড়িয়ার ইউনিয়নের মরানিদ্রা গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার একই গ্রামের রাকিব মুসুল্লির স্ত্রী ও পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে।
জানা যায়, পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে সুমাইয়া আক্তার ও তালতলী উপজেলার মরানিদ্রা গ্রামের হাসান মুসুল্লি ছেলে রাকিব মুসুল্লি। একে অপরকে ভালোবেসে ছয় মাস আগে তাঁরা বিয়ে করেন। পরে তাদের পরিবার মেনে নেয়। রবিবার দুপুরে পুকুরঘাটে পর্দা লাগানো নিয়ে রাকিব ও সুমাইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সামান্য বিষয়ে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্বজনরা ঝুলন্ত লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরান আলম বলেন, এটি প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এআর