পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থবছরে (এডিবি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায়। উপজেলার বালিপাড়া গ্রামে ২৯ জন বাঙ্গি চাষী ও নয় জন তরমুজ চাষিকে বিনামূল্যে বাঙ্গি ও তরমুজের বীজ, সার প্রদান করা হয়েছে।
জনপ্রতি চাষীকে ৩০ কেজি জৈব সার, ১৫ কেজি ইউরিয়া,১৫ কেজি টিএসপি, ২২ কেজি এমওপি,৫০০ গ্রাম জিংক,৫০০ গ্রাম বোরন সার দেয়া হয়েছে।
এই উপজেলায় প্রথমবার বাঙ্গি ও তরমুজ চাষে সরকারি প্রনোদনা দেয়া হয়। এই উপজেলার বালিপাড়া সহ বি়ভিন্ন অঞ্চলের প্রচুর পরিমান তরমুজ ও বাঙ্গি চাষ হয়। প্রতি বছর এখানকার উৎপাদিত তরমুজ ও বাঙ্গি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
এই প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম, বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনেনিত প্রার্থী জন নেতা মাসুদ সাঈদী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মো, ফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাও,আলী হোসাইন,সহ বালিপাড়া ইউনিয়নের বাঙ্গি ও তরমুজ চাষিগন।
যাযাদি/এআর