পিরোজপুরের নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সভা ক্লাব মাঠ প্রাঙ্গণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মো. মাহাবুবুল আলম, মো. শহিদুল ইসলাম বাহাদুর, মো. এনামুল হক রতন, মো. মিজানুর রহমান রানা, মোঃ আতিকুল ইসলাম লিটু ও মো. আজাহারুল ইসলাম টুটুল।
ক্লাবের সদস্যদের পক্ষে বক্তব্য প্রদান করেন মো. রিয়াদুল ইসলাম রিদুল, মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মো. নুরুল ইসলাম, মো. সোহেল মৃধা, মো. মশিউর রহমান, মো. মিজানুর রহমান, মো. সোহেব, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ইমরান হোসেন সজিব, মো. মাহফুজুর রহমান রাতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় ক্লাবের জমিদাতা মো. ওয়াজেদ আলী মিয়া উপস্থিত ছিলেন। ক্লাবের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়, বিশেষ করে আলহাজ্ব মরহুম মো. জয়নাল আবেদীন, মরহুম রহমআলী বেপারী, মরহুম হাজী হাবিবুর রহমান বেপারী, মরহুম সাইয়াদুর রহমান ও জনাব মোশারফ মাস্টার সহ সকল প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বক্তারা 'বিন্না ইয়ংমেন্স ক্লাব' একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে তার সুনাম অক্ষুণ্ণ রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
যাযাদি/এআর