টঙ্গিবাড়ী বেতকা ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন
প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১
মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলা বেতকা ইউনিয়ন যুবদলের কার্যালয় গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সাবেক সভপতি খাঁন মনিরুল মনি পল্টন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, উপজেলা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক আক্তার হোসেন লাকরিয়া, বেতকা ইউনিয় বিএনপির সভাপতি কে এম জহজিরুল ইসলাম লেলিন, সিনিয়র সহ-সভপতি মোয়াজ্জেম হোসেন শিকদার, সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল বেপারী,সাংগঠনিক সম্পাদক রোমন সরকার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শেখ, আব্দুর রউফ খাঁন, সুরুজ খাঁন,আক্তার তালুকদার প্রমুখ।
যাযাদি/এআর