নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী শত কবির মিলনমেলার হাট বসেছে সুতী সাইডুলীর তীরে ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে কান্দিউড়া ইউনিয়নে গোগ বাজার সংলগ্ন
শোভাযাত্রা শেষে চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি মির্জা মোহাম্মদ রফিকুল ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য পরবর্তী শুভ উদ্বোধন ঘোষণা করেন , উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে অতল এর মোড়ক উন্মোচন, মুক্ত আলোচনা, স্বরচিত ছড়া- কবিতা পাঠ, গুনীজন সম্মাননা ও বাউলা গানের আসর অন্যতম ।
উল্লেখ্য প্রথম বারের মতো আয়োজিত শত কবির মিলনমেলায় গুনীজন সম্মাননায় যাঁরা ভূষিত হলেন, বাউল কবি কদ্দুস বয়াতী, কবি সুনীল কর্মকার ও কবি সালাম সরকার ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও কবি মোঃ আব্দুল হাই সেলিম, কবি, সাংবাদিক, নাট্যকার ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি রাখাল বিশ্বাস,
যাযাদি/এসএস