ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গলাচিপার ইমাম পরিষদ এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা।
শনিবার বেলা ১১টায় গলাচিপা পৌর শহরের জৈণপুরী খানকার মাঠ থেকে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গলাচিপা উপজেলা পরিষদ (পুরান) মাঠে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মো. হেলাল উদ্দিন, মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা মো. মানজার হোসেন, মাওলানা মো. মনসুর প্রমুখ।
সমাবেশে সভাপতি বলেন, মুসলমানদের অধিকার আদায় করে নিতে হবে। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মুসলমানরা একদিন এদেশে বিজয়ী হবে ইনশা আল্লাহ।
এ সময় বক্তারা উগ্রপন্থী ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। একই সাথে চট্রগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
যাযাদি/ এসএম