পাবনার ভাঙ্গুড়ায় কিশোরী গণধর্ষণসহ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার র্যাব-১২ পাবনা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কচুয়া এলাকায় অভিযান চালিয়ে মো: মাহফুজ (২২) নামে গণধর্ষণসহ হত্যা মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাহফুজ ইসলাম ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং একই গ্রামের আলোচিত কিশোরী গণধর্ষণসহ হত্যা মামলার আসামী।
র্যাব পাবনা-১২ সূত্রে জানা গেছে,চলতি বছরের ৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের কিশোরী কন্যা সানজিদা খাতুন (১৬) গনধর্ষনের শিকার হয়ে ঘটনার পরের দিন ১০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে সানজিদার পিতা হাফিজুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় চিহিৃত ৪ জনকে আসামী করে একটি গণধর্ষণসহ হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র্যাব পাবনা-১২ আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের দিকনির্দেশনায় র্যাব-১২ পাবনার অভিযানিক দল বৃহস্পতিবার মধ্য রাতে পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাধীন কচুয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণসহ হত্যা মামলার পলাতক আসামি মাহফুজকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করে র্যাব-১২।
আলোচিত ঘটনার মামলা সূত্রে জানা গেছে,নিহিত সানজিদা খাতুন সরকারী ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে কলেজে লেখাপড়া চলাকালীন নীরব নামে স্থানীয় এক বখাটে যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে সানজিদার সাথে প্রেমের আড়ালে কৌশলে তার আপত্তিকর ভিডিও মোবাইলে ধারন করে বখাটে নীরব। এরপর প্রতিনিয়ত বøাকমেইল করে সানজিদাকে একাধিকবার ধর্ষন করে। এভাবে আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুনরায় চলতি বছরের ১০ সেপ্টেম্বর কলেজ থেকে কৌশলে সানজিদাকে কৈডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ধর্ষক নীরব। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা নীরবের দুই বন্ধু মাহফুজ এবং রমজান পালাক্রমে সানজিদাকে ধর্ষন করে। এক পর্যায়ে সানজিদার কান্নাকাটি এবং চিৎকারের শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়া তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছিয়ে দেয়।সানজিদা অসুস্থ্য হয়ে পড়লে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অবস্থার অবনতি হলে সানজিদাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সানজিদা ঐ দিন বিকাল ৪ টার দিকে মৃত্যুমুখে ঢলে পড়ে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, পাবনা র্যাব-১২ ও ভাঙ্গুড়া থানা পুলিশের যৌথ অভিযানে গণধর্ষণসহ হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী মাহফুজকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে।র্
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে মাহফুজকে জেলহাজতে পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএম