শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় মাস্টার ইছহাক ও মাস্টার শফিকের স্মরণে শোক সভা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৮
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় মরহুম মাস্টার মোহাম্মদ ইছহাক ও মরহুম মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় অবস্থিত টেন স্টারস শপিং কমপ্লেক্সে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় হাসমতের দোকান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ হোসেন সিকদারের সভাপতিত্বে ও মাস্টার ইছহাক ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আমির মোহাম্মদ নছরুল্লাহ্ বাহাদুর।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাস্টার ইছহাক ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ রফিক উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ ফারুকি, আফজলনগর এসডিএফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, টেন স্টারস এসোসিয়েশনের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসানুল মওলা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনীতিবিদ শেফায়েত উল্লাহ চক্ষু, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, আশশেফা হাসপাতালের চিকিৎসক ডা. খোরশেদ আনোয়ার ও চট্টগ্রাম সিটি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. আইয়ুব নূরীসহ আরও অনেকে।

পরে মাস্টার ইছহাক ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনর রশীদ ফাউন্ডেশনের জন্য উপদেষ্টা অধ্যাপক ড. আমির মোহাম্মদ নছরুল্লাহ্ বাহাদুরের নিকট দশ লক্ষ টাকার চেক প্রদান করেন। তার মধ্য থেকে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ক্রয়ের জন্য ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে