মধুপুরে অবৈধ স’মিল ও গজারি কাঠ উদ্ধার

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২৪, ১১:৩০

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ করাত কল জব্দ করা হয়েছে। এ সময় করাত কলে থাকা  বনের কিছু শাল গজারি কাঠ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার গিলাগাইছা এলাকায়। 

মধুপুর উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সেনাবাহিনীর নিয়মিত অভিযানে এ অবৈধ করাত কল জব্দ ও কাঠ উদ্ধার করা হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মধুপুর বন এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বন বিভাগের সহায়তায় বিভিন্ন অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দোখলা রেঞ্জের গিলাগাইছা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা আলাল উদ্দিনের করাত কলের কোন বৈধ কাগজ পত্র না থাকায় করাত কলের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। এ সময় করাত কলে থাকা মধুপুর বনের কিছু শাল গজারি কাঠ উদ্ধার করে অভিযানকারি দল। এ সময় করাত কলের মালিক শ্রমিক কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে মিলের সংশ্লিষ্টরা সরে পড়ে। 

অভিযানে মধুপুরের সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সেনাবাহিনীর মধুপুরের দায়িত্বপ্রাপ্ত অফিসার,দোখলা রেঞ্জ কর্মকর্তা হামিদুল ইসলাম, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মধুপুর রেঞ্জ কর্মকর্তাসহ প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বন বিভাগের রসুলপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বন বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে দোখলা রেঞ্জের আওতাধীন গিলাগাইছা এলাকায় আলাল উদ্দিনের করাত কলে অভিযান পরিচালনা করলে কোন লোকজন পাওয়া যায়নি। খবর পেয়ে সবাই পালিয়ে যায়। করাত কলের  কোন বৈধ কাগজ পত্র না থাকায় মিলটি খুলে জব্দ করা হয় এবং মিলে থাকা গজারি কাঠ উদ্ধার করা হয়। 

মধুপুরের সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া বলেন,  প্রশাসন, সেনাবাহিনী ও বন বিভাগের সহায়তায় মধুপুর রিজার্ভ ফরেস্টে স্থাপিত বিভিন্ন অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করা হয়। বন উজাড়কারী বনদস্যুদের বিরুদ্ধে প্রশাসন-বন বিভাগ ও সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এআর