নোয়াখালীতে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ২০:১৪
নোয়াখালীতে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ইমামদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা শহরের নোয়াখালী ডায়াবেটিক হাসপতালের সভাকক্ষে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নোয়াখালী জেলা এ মতবিনিময় সভা আয়োজন করে। নাটাবের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় যক্ষ্মারোগের লক্ষণ, যক্ষ্মারোগের চিকিৎসা, ওষধ নিরোধক যক্ষ্মারোগেরকারণ এবং এর ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। এসময় যক্ষ্মারোগী শনাক্তকরণ ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস