পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় চিকনিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মনিরুল ইসলাম (মনির) এর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিকনিকান্দি একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাঝগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নেয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাফিজুর রহমান জোমাদ্দার ও মো. আফজাল বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সিজার, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. লাভলী আক্তার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তিতু, পটুয়াখালী জজ কোর্টের এপিপি এডভোকেট আরিফুর রহমান দিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম দুর্জয় রুবেল, চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী প্রমুখ।
যাযাদি/ এআর