নেত্রকোনায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয়
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩০
নেত্রকোনায় ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে জেলায় বিএনপির শীর্ষ নেতারা ফের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তৃনমুল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে দায়েরকৃত গায়েবী মামলা মোকাবেলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তৃনমূলে সভা, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন শপথ নেয়ায় জেলার ৫টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনা শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে বিএনপির নমিনী স্পেশাল এ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিািটর সম্মানিত সদস্য কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক বিএনপির নমিনী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো, নেত্রকোনা-৩, আটপাড়া- কেন্দুয়া আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা রোটারিয়ার এম. নাজমুল হাসান, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাবরপতœী তাহমিনাজ্জামান শ্রাবনী, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার, পূর্বধলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগের রোষানলে পড়েছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টার্গেটে পরিনত হয়ে নেত্রকোনার কৃতিসন্তাান সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর যাবৎ কারান্তরীন রয়েছেন। কারান্তরীন থাকাবস্থায় নির্বাচনী এলাকায় জনগণের পাশে রয়েছেন বিএনপির নমিনী বাবরপত্নী তাহমিনাজ্জামান শ্রাবনী।
বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে রাজধানীসহ নির্বাচনী এলাকার তিন উপজেলায় নিয়মিত মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। জেলা বিএনপির সদস্য সচিব নেত্রকোনা-৩ আসনে বিএনপির নমিনী ড. রফিকুল ইসলাম হিলালীর কেন্দুয়াস্থ বাসভবনে একাধিকবার হামলা, ভাংচুর, নেতাকর্মীদের ওপর গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারনে ড. রফিকুল ইসলাম হিলালীর বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন জেলা কারাগারে আটক থেকে মুক্তিলাভের দিন জেল গেটে সকল বাধা উপেক্ষা করেই শত শত নেতাকর্মীরা তাকে বরন করে নেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের বিরুদ্ধে ১৩টি মামলাসহ শহরের চকপাড়াস্থ বাসভবন গত সাড়ে ১৫ বছর গভীর রাতে পুলিশী তল্লীতে ছিল। তিনি জেলা বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলনে শহীদ জিয়াউর রহমানের একজন পরীক্ষিত সৈনিকের ভুমিকা পালন করেন। জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের বিরুদ্ধে ১২টি মামলাসহ শহরের আধুনিক সদর হাসপাতাল রোডস্থ বাসভবনে প্রতিদিন সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটিয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় কর্মসূচি বাস্তবায়নের আন্দোলনে সামনের সাড়িতে নেতৃত্ব দেয়ায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. আরিফা জেসমিন নাহীন রাজধানীসহ শহরের রাজপথ থেকে একাধিকবার গ্রেপ্তার হয়ে করাবরণ করেছেন। শহরের মোক্তারপাড়াস্থ বাসভবন সরকার দলীয় মিছিলের প্রতিদিন ইট পাটকেল নিক্ষেপসহ হামলার শিকারে পরিনত হওয়াসহ তিনি অসংখ্য মামলার আসামী। কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি এলাকায় জনপ্রিয়তার কারনে আওয়ামীলীগের রোষানলে পড়ে ব্যাপক হয়রানির শিকার হয়েছেন। কেন্দ্রীয় এই নেতার ওপর একাধিকবার হামলাসহ অসংখ্য মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটোকে একাধিকবার গ্রেপ্তারের জন্য বিগত সময়ে পুলিশ বারহাট্রাস্থ গ্রামের বাড়িতে অভিযান চালায়। তিনি বিগত ৩টি সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচী চলাকালে সংঘর্ষের ঘটনায় তাকে প্রধান আসামীসহ ১৩টি মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে নেত্রকোনা জেলা করাগারে থাকার পর জামিনে মুক্তিলাভ করেন।
একই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের বিরুদ্ধে ১৯টি মামলাসহ তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন। নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারন সম্পাদক নেত্রকোনা-৫ আসনে বিএনপির নমিনী আবু তাহের তালুকদারের বিরুদ্ধে ১১টি মামলাসহ তিনি রাজনৈতিক নেতৃর্ত্বের কারনে একাধিবার গ্রেপ্তার হয়ে কারাবরন করেছেন। একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবুল আলম তালুকদারের বিরুদ্ধে ১৮টি মামলাসহ তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরন করেছেন।
অপর মনোনয়ন প্রত্যাশী পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর তিনটি নির্বাচন পরিচালনায় তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনা-১ আসনে বিএনপির নমিনী ব্যারিস্টার কায়সার কামাল জনপ্রিয় নেতা হওয়ায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একাধিকবার হামলা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা থেকে নির্বাচনী এলাকার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের পাশে থেকে সবোচ্চ আইর্নী সেবাদানের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. হামিদুর রহমান রাশেদ ১/১১ চলাকালীন দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে দীর্ঘ ১১ মাস করাবন্দী ছিলেন। ওই সময়ে ঢাকা সেন্ট্রাল জেলের চম্পাকলি বিল্ডিংয়ের সেলে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সানির্ধ্বে তিনি কয়েক মাস ছিলেন। আওয়ামী লীগের রোষানলের শিকার হওয়া বিএনপির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা মামলা মোকাবেলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির মতবিনিময় সভা করছেন।
যাযাদি/ এসএম