বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে জগন্নাথপুরে স্মরণসভা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:২২
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মৃতিচারণ ও আহতদের প্রতি সমবেদনা জানাতে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মহাবিদ্যালয়ের হল রুমে শহিদদের শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করেন ও এই আন্দোলনের স্প্রীটকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের এনামুল কবির ও সঞ্চালনা করেন প্রভাষক মো. জহিরুল ইসলাম।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা বেগম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা রাণী বৈদ্য।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সহিবুর রহমান মুছা।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রিংকর রায়, প্রভাষক শিব্বির আহমেদ, প্রভাষক হাসানুজ্জামান খান, প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক আবুতাহের রানা, প্রভাষক মির্জা আমিনুল হক, প্রভাষক মহিউদ্দিন, প্রদর্শক আমিরুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে