বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

যারা দুর্নীতি করেছে তারা রাতে শান্তিতে ঘুমাতে পারছে না: জেলা প্রশাসক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১১
আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১৫
ছবি: যায়যায়দিন

যারা দুর্নীতি করেছে তারা রাতে শান্তিতে ঘুমাতে পারছেনা। এখান থেকে সরকারি কর্মকর্তাদের শিক্ষা নেওয়া উচিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড, মোহাম্মদ ইলিয়াস মিয়া উপরোক্ত কথা গুলো বলেন। জেলা প্রশাসক আরও বলেন, আইনের ভিতরে যা করার দরকার সবই করা হবে, অন্যায় তদবির আবদার শোনবনা।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, বরকত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, ওসি (তদন্ত) জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, কলকলি ইউনিয়নের চেয়ারম্যান রফিক মিয়া ও সাংবাদিক সানোয়ার হাসান সুনু।

এসময় সুনামগঞ্জের সহকারী কমিশনার নেজারত শাখার সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইব্রাহিম ভূইয়া সা'ধ, উপজেলা ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন, সমবায় কর্মকর্তা রাজমণী সিং,মসৎ কর্মকর্তা আল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি / এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে