নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নানিয়ারচর রাঙ্গামাটি বৃহস্পতিবার ১১ ঘটিকায় নানিয়াচর সেনা জোনের উদ্যোগে ইউনিটের হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার,বিএ-৭৪৫৪ লেঃ কর্নেল তানভীর আহমদ সাদী, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম এহসান খান,এডিশনাল এসপি জনাব মোঃ সাইফুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব সবুজ চাকমা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ, হেডমান কারবারি, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীজনসহ প্রায় ৩৫০জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সভার উদ্দেশ্য ছিল নানিয়ারচর উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজ এবং গোষ্ঠীগত সংঘাত মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থা/ প্রতিষ্ঠান সমূহের সমম্বিত  ভূমিকা ও করণীয় বিষয়াদি তুলে ধরা। 

নানিয়ারচর জোন কমান্ডার বক্তব্যের শুরুতেই এই সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জোন কমান্ডার বলেন, আমরা অতি সম্প্রতি নানিয়ারচর জোনের দায়িত্বভার গ্রহণ করেছি। আমরা যেকোনো প্রয়োজনের সর্বদা আপনাদের পাশে আছি। "সবার উপরে দেশ" এই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাধিক ডিভিশনের অধীনে সদর দপ্তর রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন সেনা জোন এই এলাকায় সন্ত্রাস দমনে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মতো নানিয়াচর উপজেলা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে পুলিশ, আনসার এবং অন্যান্য সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। উপজেলা প্রশাসন নিয়মিত উন্নয়ন কার্যক্রম ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অত্র এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। অনুষ্ঠানে জোন কমান্ডার এলাকার সার্বিক পরিস্থিতির মান স্থিতিশীল রাখতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম‍্যান, কারবারি, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন এলাকায় বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করে তারা প্রশাসনের সাথে সমন্বয় করে সেগুলো সমাধান করতে সাহায্য করতে পারেন। শিক্ষকরা তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা এবং আইন মানার গুরুত্ব বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়া ও সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, নেতৃবৃন্দ এবং অন্যান্য সুধীজনরা অত্র এলাকার উন্নয়নের দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, এতে করে জনসমাজে ঐক্য এবং শান্তি বজায় থাকবে। সমস্ত সংস্থার কার্যকর সমন্বয় ও জনগণের সক্রিয় অংশগ্রহনই পার্বত্য অঞ্চল তথা নানিয়াচরে টেকসই শান্তি নিশ্চিত করতে পারে । জোন কমান্ডার সবাইকে সবাইকে বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আহ্বান জানান। এবং মধ‍্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করেন।

যাযাদি/ এআর