নিখোঁজের ৯৫ দিনেও সন্ধান মেলেনি জগন্নাথপুরের নুরুল হকের

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে এক কৃষক বাড়ী থেকে বাহির হয়ে  গিয়েছিল, প্রায় ৯৫ দিনের মধ্যে বাড়ীতে ফিরে আসে নাই। এ ব্যাপারে থানায় নিখোঁজের সাধারন ডায়রী করা হলেও সন্ধান পাওয়া যায় নাই।

ডায়রী ও পরিবার সূত্রে জানা যায়, রানীনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে ২য় ছেলে মো. নুরুল হক। নুরুল হক পরিবারে ১ম স্ত্রীর এক মেয়ে ও ২য় স্ত্রীর ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সে কৃষি কাজের পাশাপাশি টিউবওয়েল স্থাপন ও অটোরিস্কার চালাতো গত ২৫ আগষ্ট সকাল ১১ টা ৩০ মিনিটের সময় বউকে বলে কাজের জন্য বাহিরে যাচ্ছি। সে থেকে এখনো বাড়ীতে ফিরে নাই। ফোনে যোগাযোগ করা যাচ্ছেনা। আত্নিয়স্বজন সহ সকলের বাড়ীতে যোগাযোগ করে সন্ধান মিলছে না তার। ছোট শিশুরা বাবার অপেক্ষা প্রত্যেক দিন রাস্তায় চেয়ে থাকেন, তাদের বাবা কোন সময় আসবেন। ছেলের অপেক্ষায় বৃদ্ধ বাবা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে মো. নুরুল হকের বাবা মো. জামাল উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার পর আমার ছেলে প্রায় ৩ মাসের মধ্যে বাড়ীতে ফিরে আসে নাই। তার পরিবারের ছোট শিশুরা প্রত্যেক দিন তাদের বাবার জন্য অপেক্ষা করে। আমার শেষ সময়ে এসে তাদের পরিবার চালিয়ে নিতে হচ্ছে। আমি ঠিক মত খাইতে পারি না এর মধ্যে ছেলে পরিবার চালানো সম্ভব নায়। আমি প্রসাশনের কাজে আমার ছেলে উদ্ধার করতে জোর দাবী জানাই। 

নিখোঁজ এর ব্যাপারে জানতে জিডির তদন্তকারী কর্মকর্তা থানার এস আই রফিজুল মিয়া বলেন, রানীনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে নুরুল হক নিখোঁজের সাধারন ডায়রী করার পর আমি খোঁজাখুজি শুরু করি। তার কোন মোবাইল নাম্বার না থাকায় ফোনে ট্র্যাক করতে পারতেছিনা। এর পরও আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি।

যাযাদি/ এআর