জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে খানসামায় স্মরণসভা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৬

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার বর্মণ, ওসি নজমুল হক, মৎস্য কর্মকর্তা শাম্মি আক্তার, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র আন্দোলনে আহতদের স্বজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাংবাদিকগণ প্রমুখ। 

উল্লেখ্য, স্মরণ সভা শেষে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে আহত খানসামা উপজেলার বাসিন্দা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আকাশের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা হস্তান্তর করার ঘোষনা দেওয়া হয়। 

যাযাদি/ এআর