ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৯
পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও মডেল মসজিদ সংযোগ রাস্তার উদ্বোধন ও এডিবি উন্নয়ন তহবিলের কৃষি প্রণোদনা ও সেলাই মেশিন বিতরণ।
বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্ব সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের উন্নয়নের স্বপ্ন পুরুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর এক আসনের সংসদ সদসং প্রার্থী মাসুদ সাঈদী,জনাব অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদি দলের উপজেলা আহবায়ক মো, ফরিদ আহমেদ, জামায়াত ইসলামী উপজেলার আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, বিএনপি সস্য সচিব আলমগীর কবির মান্নু, সহকারি কমিশনার ভুমিকা এস এস আল আমীন,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম প্রমুখ।এছারা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবিন্দ।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম উপজেলা আবাসিক চত্তরে একটি কৃষ্ণ চুড়া গাছের চারা রোপন করেন। পরে দুর্যোগ ও ত্রাণমন্ত্রালয় কতৃক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্থদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন, জন স্বাস্থ্য বিভাগ কৃতক রেইন হার্ভেস্ট ওয়াটার ট্যাঙ্কি অনুষ্ঠানে যোগ দেন, পরোবর্তি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষোথেকে এডিবি উন্নয়ন তহবিল থেকে থেকে ২৯ জন কৃষকের মাঝে বাঙ্গি, তরমুজ বীজ ও সার বিতরন করেন। মত বিনিময় সভা শেষে উপজেলা প্রকৈশলি দপ্তরের আয়েজনে এডিবি উন্নয়ন তহবিল থেকে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন।
যাযাদি/ এআর