ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে সিংগাইরে স্মরণসভা
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৩০
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে মানিকগঞ্জের সিংগাইের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করে শহিদ সাদের বাবা মোঃ বাহাদুর খান ও শহিদ তুহিনের স্ত্রী রিয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সরকার, শহিদ সাদের বাবা মোঃ বাহাদুর খান ও শহিদ তুহিনের স্ত্রী রিয়া আক্তার প্রমুখ।
বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, গণঅভ্যুত্থানে সিংগাইর উপজেলায় দুইজনসহ যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।
এছাড়া বক্তারা সিংগাইরের দুজন শহিদকে স্মরণীয় করে রাখতে শহীদ রফিক সেতু থেকে ফোর্ডনগর সড়ককে শহিদ সাদ মাহমুদ সড়ক এবং তালেবপুর শহিদ মোঃ তুহিনের বাড়ির পাশের সড়কটি শহিদ তুহিন সড়ক নামকরণ করার দাবি জানান।
এসময় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
আলোচনাসভা শেষে উপজেলা পরিষদ মসজিদে শহিদদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
যাযাদি/ এআর