চট্টগ্রামে আইনজীবী হত্যা: আরও এক যুবক আটক

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৬

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় রাজিব ভট্টাচার্য্য নামের এক যুবককে আটক করে পুলিশ।  

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

রাজিব ফটিকছড়ির আব্দুল্লাপুর গ্রামের মৃত সুনীল ভট্টাচার্য্যের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকায় ভাড়ায় থাকেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী আলিফ হত্যার সময়কার একটি ছবিতেও রাজিবের উপস্থিতি দেখা গেছে। ওই ছবিতে দেশি অস্ত্র এবং বটি হাতে কয়েকজন যুবকের পেছনে একটি ইটের টুকরো হাতে দেখা যায় তাকে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাজিবের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন আইনে নগরের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব ভট্টাচার্য্য নামে একজনকে আটক করেছে ডিবি। হত্যাকাণ্ডের সময় ভিডিওচিত্রে রাজিবের উপস্থিতি ধরে তাকে আটক করা হয়। রাজিবকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এসএম