মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদ্দাম হোসেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুপ্রভা রানী, সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
অনুষ্ঠানে বিজিবি সুবেদার মুজিবুল হক, গাংনী থানার এসআই আনোয়ার ও আনছার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। বক্তারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মতামত ব্যক্ত করেন।
যাযাদি/ এসএম