নাঙ্গলকোট উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবি

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩২

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের পকেট কমিটি বাতিল করে তৃণমূল ও কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কমিটির গঠনের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার উপজেলা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় উপজেলা ও পৌরসভা যুবদলের গঠিত কমিটি থেকে ৬ জন যুগ্ম আহবায়ক ও ১৩ জন সদস্য পদত্যাগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক এবং পদত্যাগী যুগ্ম আহবায়ক কলিম উল্লাহ চেয়ারম্যান। 

তিনি বলেন, আমাদেরকে না জানিয়ে ২০২৩ সালের ২২ মে গঠনতন্ত্রের নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলা যুবদলের একটি গায়েবি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত কোন ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় যুবদলের কোনো অনুষ্ঠান করতে পারেনি। সম্মেলন ব্যাতিত ঘরে বসে প্যাড সর্বস্ব অত্র উপজেলার কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। তাই এ কমিটি বাতিলে জোর দাবি জানাই। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা এস এম নাছির উদ্দিন, আলাউদ্দিন মাহমুদ, জসিম উদ্দিন চেয়ারম্যান, আশ্রাফুল আলম উজ্জ¦ল, সেলিম জাহাঙ্গীর মন্টু, তারিকুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, একটি তদন্ত কমিটি গঠন করে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাই করে ত্যাগী কর্মীদের দিয়ে উপজেলা যুবদলের কমিটি দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান। 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, বর্তমানে কমিটি দেয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। আগের দেয়া কমিটির বিষয়ে কোন আপত্তি থাকলে আমাদের জানালে খতিয়ে দেখব।

যাযাদি/ এসএম