বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে বিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও মিউজিক্যাল শো সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নড়াইল
  ২৮ নভেম্বর ২০২৪, ১১:১০
ছবি: যায়যায়দিন

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে নড়াইলের লোহাগড়ার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিউজিক্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে মিউজিক্যাল প্রোগ্রাম বিষয় বন্তু নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মিউজিকাল প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার উপপরিচালক (মহিলা ও সমন্বয়) মো. রিয়াদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকাশ কুসুম চক্রবর্তী, গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস নড়াইল, প্রধান শিক্ষক মো: রিয়াজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক রনজিত কুমার সিংহ এবং অনুষ্ঠানে সভাপতি্ত্ব করেন মো: রুস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের স্থানীয় শিল্পীদের মাধ্যমে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ সংক্রান্ত বিষয় সংগীত পরিবেশন করা হয়। স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এ সম্পর্কিত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে