ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ২১:৩১

জামালপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইসকন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জামালপুর পুলিশ বিভাগ। 

বুধবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র ও পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে  গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে জামালপুরের হিন্দুধর্মাবলম্বীসহ সমমনা সংগঠনগুলোও আন্দোলন কর্মসূচি করছে। 

জামালপুরে ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি করার আহবান জানাতে এই মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ বিভাগ। 

মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর ইসকনের ধর্মগুরু অরুণ দাস প্রভু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লক্ষিকান্ত পন্ডিত, সহ-সভাপতি অজয় কুমার পাল, সাধারণ সম্পাদক  রমেণ বনিক, জামালপুর পূজা উদযাপন প্রদীপ কুমার সোম রানু, পূজা উদযাপন কমিটি শহর শাখার সাধারণ সম্পাদক দিপক সাহা প্রমুখ।  

এ সময় পুলিশ সুপার জামালপুরের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শান্তিপূর্ণ কর্মসূচি করার পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। এছাড়াও শান্তিপূর্ণ কর্মসূচি বাঁধাগ্রস্ত হলে সাথে সাথে পুলিশকে জানানোর আহবান করেন। এ সময় উপস্থিত হিন্দুধর্মাবলম্বী নেতারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

যাযাদি/ এম