মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৪ জন ড্রেজার শ্রমিককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে এ সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
এসময় অবৈধ ড্রেজারসহ ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী সুমন মন্ডলসহ আনসার সদস্যরা।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নয়ন বিশ্বাস (২৫), সবুজ রায় (২২), অতীশ ঢালী (৪৫), বিনয় কুমার মালো (৪৫)। তারা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করছিল। এসময় তাদের ৪ জনকে আটক করা হয় এবং প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তবে ড্রেজার মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের তালিকা করে আইনের আওতায় আনা হবে। এজন্য তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
যাযাদি/ এম