দাগনভূঞা  ফ্যাসিবাদ বিরোধী ও  ইস্কনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ২১:২১

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামে সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও ইস্কনকে নিষিদ্ধের দাবিতে ফেনীর দাগনভূঞা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের গেইট থেকে বের হয়ে দাগনভূঞা বাজারের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। এসময় মিছিল হতে হত্যার দ্রুত বিচার, ইস্কনকে জঙ্গি, দেশবিরোধী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সরকারের প্রতি সংগঠনটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। 

মিছিল শেষে জিরো পয়েন্টে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা। মিছিলে অংশ নেন দাগনভূঞা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহছেন উদ্দিন মিরাজ, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব। তিনি বলেন, ইস্কনের সদস্যরা ওই আইনজীবীকে চেম্বার থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে। দ্রুত খুনিদের বিচার করতে হবে। এই সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের নিষিদ্ধ করতে হবে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ফাহিম বক্তব্যে বলেন, একদিনের মধ্যে হত্যাকারীদের কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইস্কন একটি জঙ্গি সংগঠন। তাদের নিষিদ্ধ করতে হবে।

বক্তব্যে ইকবাল কলেজ ছাত্রদল আহবায়ক আমজাদ পারজেল বলেন, ইস্কন জঙ্গিবাদী সংগঠন। তারা প্রকাশ্যে হত্যাকারী, রাষ্ট্রদ্রোহী। এই হত্যার দ্রুত বিচার করতে হবে, সংগঠনটি নিষিদ্ধ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দাগনভূঞার আরেক প্রতিনিধি বলেন, ইস্কন জঙ্গি সংগঠন। এ হত্যায় জড়িতদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার করতে হবে। দেশবিরোধী এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া দাগনভূঞা উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম