বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

৪ ঘন্টা ভোগান্তির শিকার বাংলাদেশ-ভারত ভ্রমনরত দুই দেশের যাত্রীরা 

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৭ নভেম্বর ২০২৪, ২১:১৬
ছবি : যায়যায়দিন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ইমিগ্রশনের সার্ভার জটিলতার কারণে আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টা দুই দেশের যাত্রী পারাপার বন্ধ ছিল।

এতে ভোগান্তিতে পড়েন অন্তত অর্ধ শতাধিক যাত্রী। দুপুর ১২ টার পর সার্ভার কার্যক্রম সচল হওয়ার পর দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক হয়।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ ও দু’দেশের যাতায়তরত আটকাপড়া যাত্রীরা জানান, সকাল ৮টা থেকে ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলা ইমিগ্রেশন স্টেশনের সার্ভার জটিলতার কারণে দুই দেশে যাতায়তরত অন্তত অর্ধশত যাত্রী আটকা পড়েন। এতে দীর্ঘ ৪ ঘন্টা ভোগান্তির শিকার হন বাংলাদেশ-ভারত ভ্রমনরত দুইদেশের যাত্রীরা। বিলম্বের কারণে অনেকে ট্রেন ও বিমান মিস করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

ভারত থেকে আসা যাত্রী প্রমোদ আনন্দ স্বামী জানান, আমার আখাউড়া থেকে ট্রেনে করে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ বিলম্বের কারণে তিনি ট্রেন মিস করেন।

অপর যাত্রী বিশ্বনাথ পোদ্দার জানান, তিনি সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত আগরতলা ইমিগ্রেশনে আটকা ছিলেন। তিনি বলেন, আমি আখাউড়া থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ যাব। জানিনা ট্রেন পাবো কিনা।

ত্রিপুরা থেকে আসা বাংলাদেশী যাত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা, মিলি রানী জানান, তারা আমাদের বলেছে তাদের ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে গেছে। পরে ঠিক হওয়ার পর আমরা নিজ দেশে ফিরতে পেরেছি।

অপর যাত্রী সুব্রত মজুমদার জানান, অনেক যাত্রীর ট্রেন-বিমান মিস হয়েছে। এ ধরনের ভোগান্তি ভবিষ্যতে যেন না হয়, এ ব্যাপারে উভয় দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার অনুরোধ জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে