বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার/পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
ছবি: যায়যায়দিন

২০০৯ সালে ফেব্রুয়ারিতে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরাপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পূনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।

আজ বুধবার (২৭ নভেম্বর/২৪) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫-২৬ফেব্রুয়ারিতে পিলখানা যে হত্যাকান্ড হয়েছে, সেটা সম্পূর্ণ একটি পরিকল্পিত হত্যাকান্ড। সেই হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি এবং নিরাপরাধী সকল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি দাবি জানান তারা। একইসাথে চাকরিচ্যুত হওয়া সকল নিরাপরাধী বিডিআর সদস্যদের চাকরিতে পূনর্বহাল ও সকল সুযোগ সুবিধা প্রদান করাও দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকরিচ্যুত সিপাহী মোঃ নজরুল ইসলাম খান, হাবিলদার মোঃ আবু তাহের, সিপাহী উচাই মারমা, হাবিলদার মোঃ আবুল হোসেন, সিপাহী কদম মোহন চাকমা প্রমূখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে