উলিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৪
কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় প্রধান শিক্ষক নুর আমিন। এসময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শফিউল আলম, শহিদুর রহমান, নুর ইসলাম, মৌলবী শিক্ষক মহিউদ্দিন আহমেদ নবম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া সুলতানা সিনহা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিথিলা প্রমূখ।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।
স্মরণসভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
যাযাদি/এসএস