নেত্রকোনায় পিলখানা হত্যাকান্ডের চাকুরিচ্যুতদের পুনঃর্বহালের দাবি

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪১

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ছবি: যায়যায়দিন

পিলখানা হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনঃর্বহালের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিআর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখা জেলা শহরের মোক্তারপাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বুধবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

নেত্রকোনার ১৫৫ জন সাবেক বিডিআর সদস্যসহ তাদের পরিবারের তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুর অংশগ্রহণে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিডিআর কল্যাণ পরিষদ  জেলা শাখার সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, বিডিআর সদস্য মোঃ আবু নাসের সোহাগ, আব্দুল মোমিন, আসাদুল হক, জাকির হোসেন, আল-আমিন, শামীম  হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে পুনঃর্বহালের দাবি জানান।

 

যাযাদি/এসএস