শরীয়তপুরের ডামুড্যায় নজরুল ইসলাম মোল্লার হত্যা কারীদের ফাসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন আনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নজরুল ইসলাম একজন নীরহ মানুষ। তার সাথে এলাকার কারো সাথে ই বিবাধ নেই। তিনি সকালে উঠে গাভীর দুধ নিয়ে বাজারে যাচ্ছিলেন হঠাৎ করে পথে ঝগড়া দেখে থামাতে যান। এটা ই তার দোষ। তাকে এসএস পাই দিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
এ সময় উপস্থিত ছিলেন, তার ছেলে ফারুক মোল্লা, শিপন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা সহ ওই এলাকার দুই শতাধিক মহিলা ও পুরুষ।
উল্লেখ, গত বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ৬ টার সময় চর ভয়রা গ্রামে একটি স্বর্নের চেইন কে কেন্দ্র করে একই গ্রামের সালামত সরদার ও মিয়া চান সরদারের সাথে তর্ক বিতর্কে এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয় তা দেখে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা থামাতে গেলে সালামত সরদার গুরুপের এস এস এর পাইপের আঘাতে নজরুল ইসলাম মোল্লা মাটিতে পরে যান এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাহাড় একজন এখনও চিকিৎসাধীন রয়েছে।
যাযাদি/এসএস