বিডিয়ার হত্যাকান্ডের পুনঃতদন্ত ও জওয়ানদের চাকরীতে পুর্নবহালের দাবীতে মানববন্ধন
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৮:০০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১৮:০১
ঢাকার পিলখানায় বিডিয়ার হত্যাকান্ডের পুনঃতদন্ত এবং বিডিয়ার জওয়ানদের চাকরীতে পুর্নবহালের দাবীতে মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। চাকুরীচ্যুত বিডিয়ার জওয়ান ও তাদের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
বুধবার(২৭ নভেম্বর)সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে চাকরীচ্যুত বিডিয়ার জওয়ান এবং সে সময়ে নিহতদের পরিবারের লোকজন। তারা ব্যানার ও বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানব-বন্ধনে অংশ নেয়।
এ সময়ে বক্তব্য রাখেন চাকরীচ্যুত বিডিয়ার জওয়ান অহিদুজ্জামান, নিহতের মেয়ে তানজিমা ইসলাম প্রমূখ। তারা অন্তবর্তী সরকার প্রধানের কাছে বিডিয়ার হত্যাকান্ডের পুনঃতদন্ত এবং বিডিয়ার জওয়ানদের চাকরীতে পুর্নবহালের দাবী জানান।
যাযাদি/ এম