যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়কের পদত্যাগ
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছে। প্রকাশিত ১০১ জনের এ জেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে রাশেদ খানকে এবং সদস্যসচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে। এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জেলায় সংগঠনের সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এই কমিটি ঘোষণার একদিন পরই যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন-আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান, দেবব্রত দাস। যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা, এসএম দেলেনুর কবির। সংগঠক হয়েছেন-রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম, ইব্রাহিম খলিল।
এছাড়া ৪৮ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, এই কমিটি ঘোষণার একদিন পরই যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়ে বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আন্দোলন করে আসছি।
গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের মানবিক গুণাবলীও প্রশ্নবিদ্ধ। এই কমিটির অধীনে কাজ করলে আমার নৈতিক গুণাবলীর অধঃপতন হবে বলে আশঙ্কা প্রকাশ করছি। কিন্তু ছোটবেলা থেকে নৈতিকতার প্রশ্নে আমি কখনও আপস করিনি। শুধুমাত্র আমার নৈতিক ও মানবিক গুণাবলী অক্ষুণ্য রাখার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদ্য ঘোষিত কমিটি থেকে অব্যহতি নিচ্ছি। তবে শিক্ষার্থীদের যৌক্তিক সকল দাবির সাথে আমি ছিলাম, আছি এবং থাকব ।
যাযাদি/ এম