রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরে বিএনপি নেতার মতবিনিময়
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৭:২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রায়হানুল আলম রায়হান।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়কালে রায়হানুল আলম রায়হান বলেন, একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায় রয়েছে। ফলে ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহবান জানান রায়হানুল আলম।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন হাবিব, পবা উপজেলা কৃষক দলের যুগ্মআহবায়ক হাসিবুল ইসলাম, হুজরিপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ মেম্বার, বিএনপি নেতা মজিবুর রহমান, এন্তাজুল হক, শফিকুল হক, জেলা ছাত্রদলের সদস্য আসলাম, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনু প্রমূখ।
যাযাদি/ এম