ফুলবাড়ীতে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৬:১৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এক স্মরণসভা বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম।


ফুলবাড়ী উপজেলা আইসিটি অফিসার আজমল আবসারের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোজিনা আক্তার, ফুলবাড়ী থানার ওসি ছানোয়ার রহমান, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংক্ষিপ্ত বিররনী ও স্মৃতি তুলে ধরে নিয়ে বক্তব্য রাখেন ঢাকায় পুলিশের রাবার বুলেটবিদ্ধ আহত ছাত্রনেতা ফুলবাড়ীর সন্তান বিষ্ণু চন্দ্র সেন, ফুলবাড়ীর ছাত্র আন্দোলনে আহত আনোয়ারুল ইসলাম রানা, মারুফ ইসলাম, বিপুল হাসান ও ফুলবাড়ী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সবুজ মিয়া প্রমূখ।

বক্তারা জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ের বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য যেন সফল হয় সেই বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান ও সবার জায়গা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

এর আগে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এম মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আবু জান্দাল।

 


যাযাদি/এসএস