জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এক স্মরণসভা বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম।
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংক্ষিপ্ত বিররনী ও স্মৃতি তুলে ধরে নিয়ে বক্তব্য রাখেন ঢাকায় পুলিশের রাবার বুলেটবিদ্ধ আহত ছাত্রনেতা ফুলবাড়ীর সন্তান বিষ্ণু চন্দ্র সেন, ফুলবাড়ীর ছাত্র আন্দোলনে আহত আনোয়ারুল ইসলাম রানা, মারুফ ইসলাম, বিপুল হাসান ও ফুলবাড়ী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সবুজ মিয়া প্রমূখ।
বক্তারা জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ের বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য যেন সফল হয় সেই বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান ও সবার জায়গা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
এর আগে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এম মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আবু জান্দাল।