ফেনীর পরশুরামে জুলাই-২৪ এর গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান'র সভাপতিত্বে বুধবার (২৭ নভেম্বর) অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন শাহরিয়ার এতে আরো বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউছার বাবা আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন কোটি টাকার বিনিময়ে তার সন্তানকে ফিরে পাওয়া যাবেনা। এই দেশের জন্য তার সন্তান জীবন দিয়েছেন। তার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য সবার প্রতি দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের পুর্নবাসন, আর্থিক অনুদান দেওয়াসহ অন্তত পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও ছাত্র হত্যা ও হামলার ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নিহত ইকরাম হোসেন কাউছার ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর গ্রামের হাজীবাড়ির শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে। তিন সন্তানের মধ্যে ইকরাম ছিলেন মেজো সন্তান।
স্মরণ সভায় ফেনীর মহিপাল সহ ঢাকার বিভিন্ন স্থানে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা ঘটনার ভয়াবহ নিষ্ঠুর নির্মমতা তুলে ধরেন। এ সময় অনেক আহত শিক্ষার্থীর পিতা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বক্তারা অবিলম্বে ছাত্র হত্যা ও হামলার ঘটনার জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
যাযাদি/ এআর