নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৫০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও মৌলিক স্বাস্থ্যসেবার উন্নতি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হাতিয়া নোয়াখালীর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এই উপজেলায় ৮ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা স্বাস্থ্য একটি সরকারি হাসপাতাল। হাসপাতালটি কোনভাবেই দ্বীপবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে পারছেনা। তাই ৫০ শয্যা হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রদান, নৌ- এম্বুলেন্স চালু করার দাবি জানানো হয়।
মানববন্ধনে জাগো বাংলা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তছলিম হোসেনের সভাপতিত্বে ও জাগ্রত দ্বীপ হাতিয়ার এডমিন আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাতিয়ার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, হাতিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি এম এ ওসমান, উপদেষ্টা মোহাম্মদ মেহেরাজ উদ্দিন শাহীন, হাতিয়া মানবকল্যাণ ফোরামের উপদেষ্টা মোহাম্মদ জুবায়ের হোসেন, হাতিয়া একতা ফাউন্ডেশনের মোঃ আব্দুর, জাগ্রত দ্বীপ হাতিয়ার পরিচালক আজগার হোসেন, আমাদের হাতিয়ার সভাপতি আয়াত হোসেন জুয়েল, নোবিপ্রোবি স্টুডেন্ট ফোরামের আব্দুস সালাম শিবলু প্রমুখ।