গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বরণসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডাঃ আব্দুর রহিম সরকার, বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু সাধারণ সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, বিএনপি নেতা অঅলতাব হোসেন পাতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি সদস্য সচিব মনির,শিবিরের উপজেলা সভাপতি তাজনুর ইসলাম সেক্রেটারী মাজহারুল ইসলাম,শহীদ জুয়েলের বাবা ও মা প্রমুখ ।
সভায় বক্তারা জুলাই- আগষ্ট বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান।
যাযাদি/ এআর