বগুড়ায় মা হত্যার ঘটনায় জামিন পেলেন ছেলে ছাদ
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১৮
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যাকান্ডের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ছেলে সাদ বিন আজিজুরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হুমায়ন কবির এই জামিনের আদেশ দেন। এর আগে ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল।
দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়ায় গত ১০ নভেম্বর সকালে নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন।
পুলিশ বাসার ডিপ ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে। পরে নিহতের বড় ছেলে অজ্ঞতনামা উল্লেখ করে দুপচাচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় র্যাব গৃহবধূর ছেলে সাদকে আটক করে পুলিশে সোপার্দ এবং র্যাব প্রেসবিফিং করে জানায়, ছেলে সাদ তার মাকে হত্যা করেছে বলে র্যাব’র কাছে স্বীকার করেছে।
পুলিশ সাদকে তিন দিনের রিমান্ডে নেয়। এদিকে এই মামলা পুলিশ অন্য তিন আসামি মাবিয়া, মোসলেম ও সুমনকে গ্রেফতার করলে হত্যাকান্ডের প্রকৃত রহস্য বের হয়ে আসে।
আসামি মোসলেম স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে হত্যা ঘটনায় সাদের কোন সম্পৃক্তা পাওয়া যায়নি। এ কারনেই সাদকে জামিন দিয়েছেন আদালন।
এঘটনায় ছাদের বাবা বলেন আমার নিরাপরাধ পুত্রকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আমরা র্যাবের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরিবারের সাথে আলোচনার পরেই বলতে পারবো।
যাযাদি/ এআর