দর্শনায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১৫:০৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:০৮

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে  বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। 

বুধবার বেলা ১১ টার সময় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়র সকল শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: হাসমত আলী,  মাহমুদ খাতুন,  শামসুন নাহার হীরা, শামসুন্নাহার তুলি, সঞ্চিত রাণী, সুমিতা, নাসরীন আ্ক্তারী, সাথী রাণী,  শারমিন সুলতানা,  হাসান আলী,  হাফিজুর রহমান,  আব্দুস সালাম,  রফিকুল ইসলাম,  মেহবুব, খোরশেদ আলম, কামাল উদ্দীন,  সাইদুর রহমান প্রমুখ।।

যাযাদি/ এআর