রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশার কর্মকর্তারা। বুধবার সকালে নগরীর উপশহরে অবস্থিত একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আশার কার্যক্রমের মুল প্রবন্ধ উপস্থাপন করেন আশার রাজশাহী বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আশার মূল লক্ষ্য অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাইরেও স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রম কর্মসূচি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে এই উন্নয়ন সংস্থা। সারাদেশে ৮১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১৫ হাজার ৫৮৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ.ম সাজু, জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মীর আনিছুর রহমান, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আশরাফ ফারুকসহ রাজশাহী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
যাযাদি/ এসএম