মহেশখালী উপজেলার মাতারবাড়ী দ্বীপে অবস্থিত ১২০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর ৩১দিনের মাথায় ৬৯৬০০ মে.ট. কয়লা নিয়ে নিজস্ব জেটিতে ভিড়ল জাহাজ ।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ এর নিজস্ব জেটিতে ভিড়ল পানামার পতকাবাহী জাহাজ DECLAN DUFF ।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ এর এমডি নাজমুল হক জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া ৩১ দিন পর্যন্ত আমরা কেন্দ্রের বিভিন্ন ইউনিট মেইন্টেনেন্স শেষ করে এত অল্প সময়ে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে সক্ষম হয়েছি, কয়েকদিনের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদনে যাব ইন শা আল্লাহ ।
যাযাদি/ এসএম