আনোয়ারা হিফজুল কুরআন ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৭
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাত সাতটায় অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে হাফেজ মাওলানা সাআদ সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফেজ তাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুফতি হুমায়ুন সাঈদ। মেহমান ছিলেন উস্তাজুল হুফ্ফাজ হাফেজ তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান, আলহাজ্ব হাসান চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, হাফেজ কামরুজ্জামান, কারী সাইফুল্লাহ, হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা এজাজুল হক, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, মাওলানা শিবলী নোমানি, হাফেজ ইকবাল, মুফতি আসআদ তলহা, হাফেজ ইসহাক, হাফেজ মইন উদ্দিন, হাফেজ আব্দুল করিম, হাফেজ মামুন, হাফেজ আবছার, আব্দুর রহমান, হাফেজ আমির হোসেন, আনোয়ার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন শাহ,হাফেজ ফোরকান, মাস্টার আব্দুল গনি প্রমুখ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা সকাল থেকে বিকেল পর্যন্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ৫১০ জন ছাত্র প্রতিযোগী ছিলেন। রাত সাতটায় ছাত্রদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বিশুদ্ধ হিফজুল কুরআন প্রতিযোগিতায় সংশ্লিষ্ট সকলকে আরো অধিকতর ভূমিকা রাখার জন্য গুরুত্বারোপ করা হয়।
যাযাদি/ এসএম