বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৩
ছবি: যায়যায়দিন

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসিয়া নদীতে অবৈধ বাঁধ এবং ফিকস্ট ইঞ্জিণ (জাল) উচ্ছেদ করা হয়েছে। এসময় নদী থেকে তিনটি বাধ উচ্ছেদ এবং তিনটি ফিকস্ট ইঞ্জিণ (জাল) উচ্ছেদপূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের’র নেতৃত্বে উপজেলা পরিষদের পার্শ্বে বাসিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা আকমল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ আইনের ধারা ৩(৩) ও ৩(২) বিধির ৪ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এভাবে নদীর মধ্যখানে বাঁধ দিয়ে মাছ ধরলে নদীতে পানির স্রোতবাধাগ্রস্ত হয় এবং হাওড় ও জলাভূমিতে মাছের উৎপাদনেও বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে সকলকে সচেতন হতে আহবান করেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে