সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেছেন, চলমান শীতকালে ডাকাতের উপদ্রব থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখা, পৌর শহরের যত্রতত্র গাড়ী পার্কিংয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি দূর করতে ট্রাফিক বসানো, বিশেষ করে বাসিয়া সেতুর উপর ভাসমান হাট বসিয়ে যানজটের সৃষ্টি করা হয়। তাদেরকে অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরো বলেন, উপজেলা শহরে বিভিন্ন নামধারী দাতের ডাক্তার তাদের সহকারী দ্বারা চিকিৎসা দিয়ে মানুষের জীবন ঝুকিতে পড়ছে। এমনকি অনেকের ভূয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তার নাম নিয়ে চেম্বার করে চিকিৎিসা করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সভায় বক্তারা অনুরোধ করেছেন।
এদিকে, সরকার নতুন করে সফটওয়্যার আপডেট করার কারণে অদ্য ২৬ নভেম্বর হতে আগামী ০২ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার ভূমি বিষয়ক অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। ২ তারিখ পর পরীক্ষামূলকভাবে কাজ শুরু করা হলেও ১ জানুয়ারী ২০২৫ থেকে পুনরায় অনলাইন কার্যক্রম শুরু হবে বলে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের অবহিত করেন।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তী, প্রতিবন্ধি কর্মকর্তা বাবলু দাশ, লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
যাযাদি/ এসএম