আদমদীঘিতে ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি 

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ১০:২১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বগুড়ার আদমদীঘিতে দমদমা গ্রামের পাশে খাড়ির পাড়ে কর্তনকৃত ইউক্যালিপটাস, বাবলা ও  আকাশমনিসহ ১৪৬টি গাছ সরকারি ভাবে ৬ লাখ ১০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বোচ্চ দামে নিলাম ডাককারি দেলোয়ার হোসেন নামেক এক ব্যবসায়ী এই গাছ গুলো ক্রয় করেন। সরকারি ভাবে প্রকাশ্যে নিলাম ডাক পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। 

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলীসহ নিলাম ডাককারিবৃন্দ।

জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে খাড়ির পাড় হতে নতুন ব্রিজ পর্যন্ত সরকারি রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ছিল। গাছ গুলো বড় হওয়ায় বেশ কিছু দিন পুর্বে ইউক্যালিপটাস, বাবলা ও আকাশমনি গাছসহ ১৪৬টি গাছ কর্তন করায় সরকারি ভাবে জব্দ করে তা নিলাম তোলা হয়। 

মঙ্গলবার দুপুরে কর্তনকৃত ১৪৬টি গাছ নিলামে কেনার জন্য ৭০ হাজার টাকা জামানত দিয়ে ৭৪জন ব্যবসায়ীরা নিলামে অংশ গ্রহণ করেন। এরপর নিলাম কার্যক্রম শুরু হওয়ার পর ব্যবসায়ী দেলোয়ার হোসেন এই ১৪৬টি গাছ সর্বোচ্চ ৬ লাখ ১০ হাজার টাকায় নিলাম ডেকে ক্রয় করেন। 

যাযাদি/ এসএম