ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৭
চট্টগ্রামে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।
মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের করেন।
পটুয়াখালী শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভা শেষ মিছিলটি ফোর লেন সড়ক হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
পথসভায়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর ৬ষ্ঠ সেমিস্টারে ছাত্র মোঃ আশরাফুল আলম এবং সাকিব আল হাসান সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মোঃ আশরাফুল আলম বলেন 'বাংলাদেশের জঙ্গি সংগঠন "ইসকন" এর উস্কানীমূলক বক্তব্যের কারণে আমাদের ভাই মোঃ সাইফুলকে জঙ্গি সংগঠনের সদস্যরা অপহরণ করে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। সেই সাথে চট্টগ্রামের কিছু মসজিদ ভাংচুর করেছে। তাই আমরা এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছি।'
সাকিব আল হাসান বলেন,` আমরা সাইফুল হত্যার বিচার চাই এবং কেন মসজিদে হামলা এবং ভাংচুর করা হয়েছে তার সঠিক তদন্ত চাই।'
এছাড়াও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর ৬ষ্ঠ সেমিস্টারে ছাত্রমোঃ সিফাত, সিভিল ডিপার্টমেন্ট এর ৬ষ্ঠ সেমিস্টারের মোঃ ওবায়দুর রহমান সহ মেঃ মেহেদী হাসান, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ও আরএসি বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই সময় পটুয়াখালী মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল করে। এছাড়া পটুয়াখালী দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূল ক্যম্পাসে এবং বাবুগঞ্জ ক্যাম্পাসেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন,`এখন পর্যন্ত শহরের পরিবেশ শান্ত আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।'
যাযাদি/ এস